র‍্যাঙ্কিং টিটি আসরে ইতিহাস শিলচরের দিবিজা, বিপ্রজিতের

বরাক তরঙ্গ, ৭ জুলাই : এই প্রথম একটি র‍্যাঙ্কিং আসরে জোড়া খেতাব জিতলেন শিলচরের প্যাডলাররা। ১৩ তম সারা আসাম র‍্যাঙ্কিং টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য দিয়ে শেষ করলেন শিলচরের দুই প্যাডলার দিবিজা পাল ও বিশেষভাবে সক্ষম বিপ্রজিত পাল।

গুয়াহাটির ডনবস্কো স্কুলের ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই আসরে অনূর্ধ্ব ১১ বয়স গ্রুপে দুটি সিঙ্গলস খেতাব জিতে ইতিহাস গড়েন এই দুই প্যাডলার। এটাই প্রথম একটি র‍্যাঙ্কিং আসরে জোড়া খেতাব জিতলেন শিলচরের প্যাডলাররা।

র‍্যাঙ্কিং টিটি আসরে ইতিহাস শিলচরের দিবিজা, বিপ্রজিতের

উল্লেখ্য, বিপ্রজিত পাল শিলচর কলিজিয়েট স্কুলের ছাত্র ও দিবিজা পাল শিলচর ডনবস্কো স্কুলের ছাত্রী। উভয়ের এই সাফল্যে উভয়কে অভিনন্দন জানিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাদের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেন। অভিনন্দন জানিয়েছেন ডিএসএ-র সভাপতি বাবুল হোড়, ইন্ডোর শাখা সচিব সঞ্জু রায়। ইন্ডোর সচিব হিসেবে সঞ্জু রায় তার কর্মকালে এটাকে এক বড় প্রাপ্তি বলে দুজনকেই অভিনন্দন জানিয়েছেন। একই ভাবে খুশী ব্যক্ত করেছেন সফল কোচ পার্থ দেব।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News