গুণোৎসবে সি ও ডি গ্রেড প্রাপ্ত স্কুল  গুলের উপর প্রশাসনিক নজরদারি বাড়বে : জেলাশাসক

বরাক তরঙ্গ, ২২ জুন : হাইলাকান্দি জেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকর হাইলাকান্দি জেলা প্রশাসন। গুণোৎসবে হাইলাকান্দি জেলার ৮৪ টি স্কুল সি এবং ডি গ্রেড পেয়েছে। তাই এখন ওইসব স্কুলের শিক্ষার মান উন্নয়নে জেলা প্রশাসনের এসিএস পদমর্যাদার এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেটরা সরাসরি নজরদারি চালাবেন। বৃহস্পতিবার হাইলাকান্দি সমগ্র শিক্ষা মিশনের অতিরিক্ত সভাকক্ষ উদ্বোধন করার পর শিক্ষকদের এক সভায় একথা জানান হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবরে। জেলা শাসক এদিন দীর্ঘ সময় শিক্ষকদের কথা শুনে কারন বুঝতে চান কিভাবে বিগত দিনে এ গ্রেড প্রাপ্ত স্কুলের গ্রেড সি এবং ডি তে নেমে আসলো।

এদিন তিনি  স্কুল গুলোর তৃণমূল স্তরের সমস্যা সম্পর্কে ও জেনে নেন স্কুল প্রধান দের কাছ থেকে। এর আগে তিনি সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত নব নির্মিত সভাকক্ষ উদ্বোধন করেন। এরপর জেলার ৮৪ টি স্কুলের প্রধানদের নিয়ে পর্যালোচনা সভায় বিভিন্ন পরামর্শ দেন হাইলাকান্দির জেলাশাসক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক তথা জেলা মিশন সমন্বয়ক ত্রিদীব রায়। তিনি শুরুতেই সমগ্র শিক্ষার এই নতুন ভবন নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রথম দিনই জেলার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আয়োজিত বিশেষ সভায় উপস্থিত জেলাশাসক সহ সংশ্লিষ্ট সবাই কে স্বাগত জানান। এরপর ডিপিও (টিটি) গৌতম দেব বিগত বছরের গুনোৎসবের ফলাফল সম্পর্কে স্কুল ভিত্তিক এক সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সহকারী আয়ুক্ত শ্রেয়া সিংহল।

গুণোৎসবে সি ও ডি গ্রেড প্রাপ্ত স্কুল  গুলের উপর প্রশাসনিক নজরদারি বাড়বে : জেলাশাসক

এদিনের পর্যালোচনা সভায় স্কুল প্রধান রা  বলেন গুণোৎসবের দিন ছাত্র ছাত্রী উপস্থিতি কম ছিল, তাছাড়া বহি: মূল্যায়ক দের দেখে ছাত্র ছাত্রীরা ঘাবড়ে গিয়ে ছিল, আবার গুণোৎসবের দিন গ্রামে অন্য অনুষ্ঠান ছিল ইত্যাদি ইত্যাদি। এরমধ্যে বিশেষ সমস্যার মধ্যে ছিল ছাত্র অনুপাতে শিক্ষকের হার কম,ক্লাশরুমে বসার উপযুক্ত ব্যাবস্থা নেই এবং বিশেষ করে অভিভাবকরা নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ততটুক আন্তরিক নয় বলেও জানান স্কুল প্রধান রা। এরপর স্কুল প্রধান দের জেলা শাসক নিয়মিত   পেরেণ্ট টিচার মিটিং, এস এম সি মিটিং, এক্টিভিটি বেস এফ এল এন এর সামগ্রী ব্যাবহার করে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আন্তরিক করার পরামর্শ  পড়াশোনার উপর সবাই কে অধিক গুরুত্ব দিতে আহ্বান জানান। এবং এখন থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখার উপর গুরুত্ব আরোপ করা হবে জানিয়ে খণ্ড শিক্ষা আধিকারিক দের ও অধিক গুরুত্ব দিতে নির্দেশ দেন জেলাশাসক।

সভায় বিদ্যালয় সমূহের উপ পরিদর্শক নুরল ইসলাম লস্কর, ডায়েট অধ্যক্ষ তাজ উদ্দিন, ডায়েট ফেকাল্টি ছাড়াও হাইলাকান্দি খণ্ড শিক্ষা আধিকারিক রাজেশ চক্রবর্তী, লালা খণ্ড শিক্ষা আধিকারিক পার্থ প্রতীম চক্রবর্তী, কাটলীছড়া খণ্ড শিক্ষা আধিকারিক নজমুল হক লস্কর সহ সমগ্র শিক্ষা অভিযানের বরিষ্ট আধিকারিক গন উপস্থিত ছিলেন।

Author

Spread the News