করিমগঞ্জ জেলায় বন্যা প্রস্তুতি নিয়ে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বৈঠক

জনসংযোগ,করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : আসন্ন বন্যার মরসুমে করিমগঞ্জ জেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে জেলাবাসীকে স্বস্তি প্রদান করতে শনিবার বিকেলে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে জেলার সহযোগি বিভাগগুলিকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিপিও সিজু দাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন বিভাগের গ্রহণ করতে যাওয়া অগ্রিম পদক্ষেপ নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এতে জেলা আয়ুক্ত জেলার রাজস্ব পর্যায়ে আসন্ন বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনুষ্ঠিত হওয়া রাজস্ব পর্যায়ের টাস্ক ফোর্স সভার বিস্তারিত বিবরণ জমা দিতে চক্র আধিকারিকদের নির্দেশ দেন। তিনি ২০২২ সালে জেলায় সংঘটিত প্রবল বন্যার নথিপত্র খতিয়ে দেখে সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেন।

সভায় জেলা আয়ুক্ত বন্যা নিয়ন্ত্রণ বিভাগকে এখন থেকে কন্ট্রোল রুম চালু করে নিয়মিত বৃষ্টিপাতের পরিমাণ ও নদীর জলস্তরের বিবরণ দিতে বলেন। তিনি বন্যা নিয়ন্ত্রণ বিভাগকে জিও ব্যাগের মজুত, দুর্বল অবস্থানে থাকা নদী বাঁধগুলি চিহ্নিত করতে নির্দেশ দেন। সভায় জেলা শাসক জেলায় খাদ্যশস্য, ত্রাণসামগ্রী অত্যাবশ্যাকীয় সামগ্রী, শিশুখাদ্য, রন্ধন গ্যাস সিলিন্ডার ইত্যাদির মজুত ভাণ্ডার এবং আটা মিলগুলিতে আটার মজুত এবং খাদ্যনিগমের গোদামে খাদ্যের ভাণ্ডার সুনিশ্চিত করতে নির্দেশ দেন এবং বন্যার সময় অত্যাবশকীয় সামগ্রী ও পেট্রোলে কালোবাজারি রুখতে সরবরাহ বিভাগকে নির্দেশ দেন। পাশাপাশি তিনি বনবিভাগকে শহরাঞ্চলে বিপদজনক অবস্থায় থাকা গাছের ডালগুলি চিহ্নিত করে কেটে ফেলতে এবং নদীর উৎস্থলে ভূমিখননপ্রবণ স্থান থেকে বালি ও পাথরের উত্তোলন নিষিদ্ধ করতে বলেন।

এদিনের সভায় জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত বিভাগ, স্বাস্থ্য, বিদ্যুৎ বিভাগ, অগ্নি ও জরুরীকালীন পরিষেবা, কৃষি বিভাগ, পশুপালন ও পশুচিকিৎসা বিভাগ, শিক্ষা, মিন বিভাগ, গ্রামোন্নয়োন, জলসিন্চন, তথ্য ও জনসংযোগ ইত্যাদি বিভাগের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করেন। এদিনের সভায় সহযোগী বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে জেলা পরিষদের সিইও লক্ষীনন্দন সাহারিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিইও ও এডিসি ধ্রুবজ্যোতি পাঠক, জেলার সব চক্র আধিকারিক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Author

Spread the News