হাইলাকান্দিতে নির্বাচনী ম্যাসকট ‘পায়রা’ ও প্রচার বাহনের সূচনা জেলা আয়ুক্তের

বরাক তরঙ্গ, ২০ মার্চ : হাইলাকান্দি জেলার ভোটারদের গণতান্ত্রিক অধিকার ভোট দানের মাধ্যমে সাব্যস্ত করার জন্য হাইলাকান্দি জেলার নির্বাচনী প্রচার শাখা জোর কদমে বিভিন্ন কার্যসূচী শুরু করেছে।  বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে জেলা আয়ুক্ত হাইলাকান্দি জেলার জন্য বিশেষ নির্বাচনী ম্যাসকট ‘পায়রা’ এবং নির্বাচনী প্রচার বাহন ‘ভোটার এক্সপ্রেস’ এর আনুষ্ঠানিক ভাবে সূচনা করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে।

হাইলাকান্দিতে নির্বাচনী ম্যাসকট 'পায়রা' ও প্রচার বাহনের সূচনা জেলা আয়ুক্তের

এদিন জেলা আয়ুক্ত কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় জেলা আয়ুক্ত জেলা বাসী কে আগামী ২৬ এপ্রিল সর্বস্তরের ভোটদাতা কে আহ্বান জানান। ম্যাসকট সম্পর্ক সেল সদস্য বিজয়িনী ভট্টাচার্য বলেন ‘পায়রা’ আজকের এই একুশ শতকে দাঁড়িয়ে আমাদের ‘ফিরে  দেখা’র এক আন্তরিক প্রচেষ্টা ফুটে উঠেছে আমাদের এই ‘মেসকট’ এর মাধ্যমে। আগের দিনে আমাদের যোগাযোগের মাধ্যম ছিল পায়রা। এখনের সময়ে আমরা ভুলতে বসেছি আমাদের সেই আদি মাধ্যমকে। হাইলাকান্দি ইলেকশন ডিসট্রিক্টের এই ম্যাসকটের মাধ্যমে আমারা আমাদের অতীতকে ফিরে দেখলাম। পায়রা আমাদের ভোটের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এছাড়াও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আমাদের এই মেসকটের পরিকল্পনা। জেলা আয়ুক্ত এদিন সংবাদ মাধ্যমকে জানান যে জেলার বিভিন্ন মহলে নির্বাচন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিন বিভিন্ন নির্বাচন শাখার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক গন উপস্থিত ছিলেন।

হাইলাকান্দিতে নির্বাচনী ম্যাসকট 'পায়রা' ও প্রচার বাহনের সূচনা জেলা আয়ুক্তের

Author

Spread the News