ভোটার সচেতনতায় জেলা প্রশাসনের ‘পথ চিত্র’ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : আগামী ২৬ এপ্রিল শিলচর লোকসভা আসনের নির্বাচন। ভোট সবার গণতান্ত্রিক অধিকার। আর শক্তিশালী গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগ নাগরিকদের আবশ্যিক কর্তব্য। ভোটারদের সেই অধিকার ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক ভোটার সচেতনতামূলক ‘পথ চিত্র’ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৯ এপ্রিল সকাল ৬ টা থেকে বেলা দশটা পর্যন্ত চলবে প্রতিযোগিতা। স্থান হচ্ছে জেলা শাসকের কার্যালয় রোড।
প্রতিযোগিতার বিষয় হিসেবে ভোটার সচেতনতা বিষয়ক চিত্র ছাড়াও থাকবে বরাকের পরম্পরাগত আলপনা, সংস্কৃতি স্থাপত্য, নিসর্গ বা জৈব বৈচিত্র। চিত্রের সঙ্গে একটি অন্তত ভোটার সচেতনতামূলক সংক্ষিপ্ত স্লোগান বাধ্যতামূলক। তার ভাষা হবে বাংলা, হিন্দি, অথবা ইংরেজি। থাকবে নির্বাচন কমিশন অনুমোদিত অন্তত একটি লোগো।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি গ্রুপে সর্বাধিক সাত জন সদস্য থাকবেন। প্রতিযোগিতা শুরুর অন্তত ৩০ মিনিট আগে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে হবে শিল্পীদের জমায়েত। রং, তুলি সহ আঁকার যাবতীয় সরঞ্জাম সরবরাহ করবে জেলা প্রশাসন। তবে শিল্পী নিজের সুবিধার্থে তুলি নিয়েও আসতে পারেন বলে ছাড় দেওয়া হয়েছে। প্রথম তিনটি বিজয়ী গ্রুপকে দেওয়া হবে ট্রফি সহ শংসাপত্র।
তাছাড়া অংশগ্রহণকারী সব শিল্পীকেই গণতান্ত্রিক দায়িত্ববোধের স্বীকৃতিপত্র প্রদান করবে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাইরেও এ অঞ্চলের বর্ষীয়ান প্রতিষ্ঠিত শিল্পীদেরও প্রদর্শনী মূলক ভোটার সচেতনতা চিত্র তৈরির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করা যাবে ৬০০১০৪৭৩৮৯ এবং ৯৮৬৪৪৪২৮৪৬ নম্বরে। সবাই অংশগ্রহণ করে শৈল্পিক পন্থায় ভোটার সচেতনতা সৃষ্টির দৃষ্টান্ত সৃষ্টি করুন- কাছাড়ের সর্বস্তরের শিল্পীদের কাছে এটাই আন্তরিক অনুরোধ রেখেছে কাছাড় জেলা প্রশাসন।