শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জাপানি এনকেফেলাইটিস টিকা নিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনকেফেলাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই অভিযানে ১৫ থেকে ৬৫ বছর বয়সী সব যোগ্য প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করে সমগ্র জেলায় টিকাকরণ চলছে এবং চলবে ফেব্রুয়ারী মাস পর্যন্ত। এই টিকাকরণের অগ্রগতি সম্পর্কে খোজ নিতে এবং জন মনে সচেতনতা আরও জোরদার করতে শুক্রবার শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা উন্নয়ন আয়ুক্ত এল খিংতের পৌরহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডিশনাল এসপি ( হেডকোয়ার্টার) প্রণবজ্যোতি কলিতা, সহকারী আয়ুক্ত রাসিকা ইসলাম, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ মতিন্দ্র সুত্রধর, জেলা টিকাকরণ আধিকারিক ডাঃ শুভাশিস দাস, সিভিল হাসপাতাল সুপারিন্টেন্ডেন্ট, জেলা পরিষদের প্রতিনিধি সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা অংশ গ্রহণ করেন। সভায় জানানো হয় যে জাপানিজ এনকেফেলাইটিস  টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে, নিরাপদ ও কার্যকর এবং একটি মাত্র ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা প্রদান করে। এই একই টিকা বহু বছর ধরে শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচির আওতায় প্রদান করা হচ্ছে, ফলে এর নিরাপত্তা ও কার্যকারিতা সুপ্রতিষ্ঠিত। এতে আরও জানানো হয়, জাপানি এনসেফালাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা উচ্চ জ্বর, মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ, স্থায়ী প্রতিবন্ধকতা এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায় এবং জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হলে তা মারাত্মক ক্ষতি করে। তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে টিকা গ্রহণই এক মাত্র কার্যকরী উপায়। এতে জেলাবাসীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় জানানো হয় যে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই টিকা অনুমোদিত তবে গর্ভবতী নারী, বিশেষ কোন ব্যাধিগ্রস্ত ব্যাক্তি – কিডনির সমস্যা, ডায়ালসিস চলা, অত্যাধিক সংক্রামক ব্যাধি, কানের সংক্রমণ, যক্ষা, সূক্ষ্ম সংক্রামক ব্যাধি, হৃদপিণ্ড, লিভার, মুত্রাশয়ের সমস্যা, অ্যালার্জিগ্রস্থ ব্যাক্তিদের এই টিকা গ্রহণে বিধিনিষেধ রয়েছে।

এদিনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে জেলার গ্রাম পঞ্চায়েত স্তরে এই টিকা গ্রহণ করার জন্য সচেতনতা অভিযান চালানো হবে এবং টিকা দানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, প্রতিটি কলেজে, পুলিশ থানায়, শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ড ইত্যাদিতে টিকাকরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য আন্তর্জাতিক ও আন্ত রাজ্য সীমানা ঘেষা শ্রীভূমি জেলায় জাপানিজ এনকেফেলাইটিস রোগের সম্ভাবনাকে অনুধাবন করে কেন্দ্র সরকার থেকে জেলায় টিকাকরণে গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই জনগণকে প্রতিরোধী ব্যাবস্থা হিসেবে জাপানিজ এনকেফেলাইটিস প্রতিরোধী টিকা গ্রহণ করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *