শিলচরে তিন চিকিৎসককে সংবর্ধনা, বইপত্র ও স্কুল ব্যাগ বিতরণ হৃদয়ের

বরাক তরঙ্গ, ৩০ জুন : চিকিৎসক দিবসের প্রাক্কালে তিন চিকিৎসককে সংবর্ধনা সহ পড়ুয়াদের মধ্যে বইপত্র ও স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির আয়োজন করল কনকপুর রোডের অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক বেসরকারি সংস্থা হৃদয়। রবিবার শিলচর গোলদিঘিতে আয়োজিত অনুষ্ঠানে তিন চিকিৎসককে সংবর্ধনা, ১২ জন হায়ার সেকেন্ডারি ও তিনজন ডিগ্রির পড়ুয়াকে বইপত্র ও ৩০ জন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের হাতে ব্যাগ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাহিত্য অ্যাকাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি সুতপা চক্রবর্তীকেও সংবর্ধনা জানানো হয়। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক অতীন দাশ। সংস্থার সভাপতি গুণজ্যোতি দত্তের সভাপতিত্ব অনুষ্ঠানে তিনি বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ অনুযায়ী সাহায্য-সহযেগিতা করছে হৃদয় এনজিও। তিনি উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, সমাজ তোমাদের কথা ভাবছে, তোমরা বড় হয়ে সমাজকে ফিরিয়ে দেবে তার প্রতিদান। তিনি আরও বলেন, বিদ্যা গ্রহণ করা হয় ব্যক্তিগত উদ্যোগে, ব্যয় করবে সমাজের স্বার্থে। না হয় স্বার্থপর হয়ে উঠবে। এ ছাড়া তিনি চিকিৎসক প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তা কল্পনা করা যায় না। ৩০ লক্ষ টাকায় কেনার পেছনে অভিভাবকরা। এ ঘটনার নিন্দা জানান তিনি।

শিলচরে তিন চিকিৎসককে সংবর্ধনা, বইপত্র ও স্কুল ব্যাগ বিতরণ হৃদয়ের
ডাঃ এম মাসুমের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্পাদক কৃষ্ণ কংস বণিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত চিকিৎসক দেবিদাস দত্ত সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায়, জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দে, শিক্ষক রূপক পাল, সাংবাদিক অরিজিৎ আদিত্য, সমাজকর্মী কল্যাণ চক্রবর্তী, শঙ্কর দে, করিমগঞ্জের সাংবাদিক অরূপ রায় প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত তিন চিকিৎসক হলেন ডাঃ দেবিদাস দত্ত, ডাঃ এম মাসুম ও ডাঃ ধ্রুবজ্যোতি পাল। তাঁদের হাতে সংস্থার পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস। এ দিন সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নির্বাণ সংস্থার শিল্পীরা।

Author

Spread the News