স্কুলের পড়ুয়াদের মধ্যে স্ন্যাক্স বণ্টন হেল্প ফর ইউ সংস্থার

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : স্কুলের পড়ুয়াদের মধ্যে স্ন্যাক্স বণ্টন করল সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প ফর ইউ। বৃহস্পতিবার সৈদপুর চতুর্থ খণ্ডে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জলিলিয়া মক্তবের পড়ুয়াদের মধ্যে খাবার বিতরণ করেন হেল্প ফর ইউ এনজিওর কর্মকর্তারা। এদিন এনজিওর কর্মীরা স্কুলে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দেন। এতে উপস্থিত ছিলেন হেল্প ফর ইউ এর সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া, সহসভাপতি রুহুল আমিন চৌধুরী, সমাজকর্মী আশাদ বড়ভূইয়া, প্রধান শিক্ষক আজমল হুসেন লস্কর, শিক্ষক মকলিস মজুমদার, হাফিজ আমরুল হক বড়ভূইয়া প্রমুখ।

স্কুলের পড়ুয়াদের মধ্যে স্ন্যাক্স বণ্টন হেল্প ফর ইউ সংস্থার

তাদের এহেন কর্মকাণ্ডে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক আজমল হোসেন লস্কর। সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া বলেন, সংস্থার সদস্য শাহজাহান লস্কর (টিটু) তাঁর জন্মদিন উপলক্ষে এই খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয় এবং স্পন্সর ছিলেন শাহজাহান। খাদ্য সামগ্রী গুলোর মধ্যে ছিল স্কুলে ৪০০ প্যাকেট বিস্কুট, চারশোটি পানীয়জলের বোতল, চার ছড়ি কলা ইত্যাদি। এদিন আনুষ্ঠানিকভাবে কয়েকজন ছাত্রের হাতে খাবার তুলে দেওয়ার পর প্রধান শিক্ষকের কাছে সমঝে দেন কর্মীরা।

স্কুলের পড়ুয়াদের মধ্যে স্ন্যাক্স বণ্টন হেল্প ফর ইউ সংস্থার

উল্লেখ্য, কিছুদিন আগে সৈদপুর রায়পাড়ার একটি স্কুলের রাস্তার জন্য দুই গাড়ি সেন্ট্রি দান করে এনজিও। এছাড়াও বিভিন্ন সময়ে বস্ত্র, কম্বল, খাদ্য সামগ্রী বণ্টন সহ নানা সমাজসেবামূলক কাজ করে আসছে হেল্প ফর ইউ এনজিও।

Author

Spread the News