শিলচর কালীবাড়ি এলাকায় রূপমের বস্ত্র বিতরণ
বরাক তরঙ্গ, ২১ জুলাই : বন্যার পরবর্তী পর্যায়ে শিলচর দেবপাড়া কালীবাড়ি এলাকার বন্যাক্রান্ত দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। রবিবার বণ্টন অনুষ্ঠানে রূপম এর সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, রূপম সারা বছর ধরেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ড ও করে আসছে দীর্ঘ ৬২ বছর ধরে। এই সামাজিক বিভাগ থেকে বছরে ৩-৪ বার গ্রামেগঞ্জে বস্ত্র বিতরণ করে থাকেন রূপমের সদস্যরা। তিনি বলেন, দেবপাড়ার অসহায় লোকেরা এ বছর পরপর তিনবার বন্যায় আক্রান্ত হয়েছেন। জল কমলেও অনেক পরিবার এখনও জলবন্দি অবস্থায় আছেন। নৌকা বা ভেলায় করে যাতায়াত করছেন। তাদের এই অসহায় করুন অবস্থার কথা অনেকেই তাঁদের কাছে তুলে ধরেছেন। তা শুনে তাঁরা তাঁদের আশ্বাস দিয়েছি আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী আমরা তাদের পাশে সব সময় আছি এবং কোন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতেও তাদের আমরা বলেছি। রবিবার বিশেষভাবে শিশুদের জন্যই নতুন কাপড় নিয়ে যাওয়া হয়। এবং তিন শতর উপর কচিকাঁচাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া বড়দের জন্যেও প্রায় ১০০ এর উপর ভালো পুরনো কাপড় বিতরণ করা হয়। এতে প্রায় চার শতর অধিক পরিবার উপকৃত হয়। অন্যান্য বছরের ন্যায় এ বছরও পুজোর আগে রূপম আবার নতুন কাপড় বিতরণ করবে বলে জানিয়েছেন রূপম এর সাধারণ সম্পাদক নিখিল পাল। এই অনুষ্ঠানের শুরুতেই সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্যের মধ্যে একুশে জুলাই করিমগঞ্জে দুজন শহিদ জগন ও যীশু প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে রূপমের কিছুটা সংক্ষিপ্ত কর্মকাণ্ড ও সবার সামনে তুলে ধরেন।
এ দিনের অনুষ্ঠানে রূপমের সদস্যরা ছাড়াও রূপমের শুভানুধ্যায়ী যারা নতুন ও পুরাতন বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি দেবপাড়া কালীবাড়ি রোডের সকল বাসিন্দারা এই বস্ত্র বিতরণে যেভাবে সহযোগিতা করেছেন এর জন্য তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সম্পাদক নিখিল পাল, সহ-সম্পাদক সুভাষ বর্মন, সামাজিক বিভাগের সম্পাদক কাজল সরকার, প্রচার বিভাগের সম্পাদক দীপক কুমার পাল, সদস্য অনুপম দে, বিক্রান্ত চক্রবর্তী, বিপ্লব মালাকার, অভিজিৎ দেব, জামিরুল ইসলাম, শ্রীধর দাস, জয়দেব দাস প্রমুখ।