খাতা-কলম ও বস্ত্র বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার ডুবাগে

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : চুরাইবাড়ির ডুবাগ গ্রামে সচেতনতামূলক অনুষ্ঠান ও খাতা-কলম ও বস্ত্র সামগ্রী বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার। করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি এলাকার প্রত্যন্ত ডুবাগ গ্রামে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে এক সচেতনতামূলক অনুষ্ঠান করে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে খাতা-কলম সহ অন্যান্য বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সমাজকর্মী আবুল কালাম বাহারের বাসভবনের প্রাঙ্গণে এক অনুষ্ঠান আর্থিক ভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের হাতে খাতা-কলম ও বস্ত্র সামগ্রী তুলে দেন সংস্থার পক্ষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী আব্দুল রৌফ, তানিয়া আখতার, রৌশনি খানম, কিসমত নুরানি।

খাতা-কলম ও বস্ত্র বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার ডুবাগে

অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন হাজি মাহমুদ হোসেন, আবুল কালাম বাহার সহ অন্যান্যরা। এদিকে, এদিন কাঁঠালতলির নিকটবর্তী অক্সফোর্ড কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদেরও খাতা প্রদান করা হয় এবং সেন্টারের কর্ণধার মওলানা বসির আহমেদ ও সালেহ আহমেদ তালহা সাবেরিকে উপহার সামগ্রী প্রদান করা হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News