বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফলমূল বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : প্রতি বছর সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে করিমগঞ্জের বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের আবাসিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। এবারও ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের শুভলগ্নে সংস্থার কেন্দ্রীয় কর্মকর্তারা উভয় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আবাসিকদের সঙ্গে ভাব বিনিময় করার পর কমলা, আপেল, বিস্কুট, জল, লিচি ইত্যাদির প্যাকেট তাদের হাতে তুলে দেন। এদিন ডিএসএ ময়দানের সরকারি অনুষ্ঠান শেষ করে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ‘বেলাভূমি’ নামাঙ্কিত বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের হাতে ফলমূলের প্যাকেট তুলে দেন সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, ফুড অ্যান্ড সাপ্লাই সাব-ইন্সপেক্টর রঞ্জুরানি দেব, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা চন্দ, সঞ্চিতা ভট্টাচার্য, প্রিন্স সোহম কালচারাল ইনস্টিটিউটের চেয়ারম্যান জয়ন্তী নাথ, আইনজীবী মহসিন আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এরপর কর্ণমধুতে অবস্থিত দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোমে উপস্থিত হয়ে আবাসিকদের হাতে ফলের প্যাকেট তুলে দেন তাঁরা। সংস্থার সেবামূলক এই কর্মপ্রয়াস অব্যাহত রাখা হবে বলে জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফলমূল বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

Author

Spread the News