কম্বল, শীতবস্ত্র বিতরণ সহমর্মীর

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : প্রাক্তন প্রধনমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকী, বড়দিন ও তুলসী পূজা দিবস উপলক্ষে কম্বল, শীতবস্ত্র ও শিশুদের কিছু চকলেট বিতরণ করল সহমর্মী সংস্থা। বুধবার খরিল চা-বাগান (মাছিমপুর গ্রাম পঞ্চায়েত) এলাকায় বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার মহিলা সভাপতি সম্পা দাস, নিবেদিত নাথ, হিমাদ্রী অধিকারী, অনুপমা চৌধুরী, পাঞ্চালী দাস, পুনম রবিদাস, নন্দা চক্রবর্তী, দীপ রবীদাস, প্রদীপ বাগতি, দীপক বাউরি সহ অন্যান্যরা।

Author

Spread the News