ঈরালিগুল পাবলিক হাইঙ্কুলের পড়ুয়াদের মধ্যে সাইকেল বণ্টন

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : প্রজ্ঞান ভারতী যোজনার মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বান্দরকোনা জিপির ঈরালিগুল পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে সাইকেল বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাজ্যর প্রাক্তন মন্ত্রী তথা  দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ ও করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি দলের টিকিট প্রত্যাশি শিপ্রা গুণের উপস্থিতিতে পাথারকান্দি শিক্ষা খণ্ডের আওতাধিন ঈরালিগুল পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর ৯৩ জন ছাত্রছাত্রী মধ্যে সাইকেল বণ্টন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় স্কুলের অধ্যক্ষ সিরাজ উদ্দিন বক্তব্য রাখার পাশাপাশি ছাত্রছাত্রীরা বিধায়ক সিদ্দেক ও বিজেপি নেত্রী শিপ্রা গুণকে সংবর্ধনা জ্ঞাপন করেন। তারপর শুরু হয় সাইকেল বণ্টন প্রক্রিয়া। এতে বিধায়ক সিদ্দেক আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের হিমন্থ বিশ্ব শর্মার ভুয়োসী প্রসংশা করে বলেন, সরকার চাইছে ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করুক এর জন্য ফ্রি ভর্তি পুস্তক, পোশাক, সাইকেল, স্কুটি দিচ্ছে তাই ভালো করে লেখা পড়া করে ব্যক্তি বিকাশ গঠনের আহ্বান জানালেন  বিধায়ক সিদ্দেক আহমেদ।

ঈরালিগুল পাবলিক হাইঙ্কুলের পড়ুয়াদের মধ্যে সাইকেল বণ্টন

শিক্ষা ক্ষেত্রে মেয়েদের অগ্রগতির জন্য কেন্দ্র ও রাজ্য সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে তাই লেখা পড়ায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ছাত্রীদের প্রতি আহ্বান জানান বিজেপির নেত্রী শিপ্রা গুন। ঈরালিগুল হাইঙ্কুলের অনেক সুনাম আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসক, বস্তুকার, সাংবাদিক সহ নেতাও হয়েছেন। তাই ভালো ভাবে লেখাপড়ার সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এই দাবি জানান বান্দরকোনা জিপি সভাপতি আব্দুল বাসিত। এদিন উপস্থিত ছিলেন ঙ্কুল পরিচালন কমিটির সভাপতি বিকাশ দেব, শিক্ষক লোকমান আহমেদ, জিপির এপি সদস্য কমরুল হক, সমাজসেবী কসিম আলি, আলতাব হোসেন,ইছুব আলি প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News