মাছিমপুরে রোজগার মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির নিয়োগপত্র বিতরণ

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান বিভাগের রাজ্যমন্ত্রী রামেশ্বর তেলি সোমবার বিএসএফ হেডকোয়ার্টারের বরাক অডিটোরিয়ামে ২৭৪ জন সদ্য নিযুক্তি পাওয়া এ অঞ্চলের যুবক যুবতীদের হাতে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র তুলে দেন।

শিলচর মাছিমপুরের বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে সরকারের উদ্যোগে আয়োজিত রোজগার মেলার নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি নিয়োগপত্র প্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তাঁরা বিএসএফ, সিআরপিএফ. সিআইএসএফ, সশস্ত্ৰ সীমা বল যে যেখানেই নিযুক্ত হন না কেন তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিজের সেরাটা নিংড়ে দিয়ে সহায়ক হতে হবে দেশ গঠনে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ এ রোজগার মেলা শুরু করেছিলেন। মোদির তৎপরতায় প্রত্যেক কেন্দ্রীয় সরকারি বিভাগকে শূন্য পদের তালিকা বাধ্যতামূলক ভাবে তৈরি করে দিতে হচ্ছে মাসে মাসে। শুধু  চাকরিই নয়, এর বাইরে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম কার্ড এনেছে কেন্দ্র সরকার। দেশের কোনায় কোনায় কমন সার্ভিস সেন্টারে এই কার্ড বানাতে পারছেন শ্রমিকরা। ই-শ্রম কার্ড থাকা শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে ২ লক্ষ টাকা। এ ছাড়া ৬০ বছরের পর থেকে সবাই পাবেন মাসিক ৩ হাজার টাকা করে পেনশন। তেলি  বলেন, সরকারের টার্গেট রয়েছে ৩৮ কোটি ই-শ্রম কার্ড তৈরির। এরমধ্যে ২১ কোটি শ্রমিক এর আওতায় চলে এসেছেন। ৭০ লক্ষ হয়েছে অসমে।

মাছিমপুরে রোজগার মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির নিয়োগপত্র বিতরণ

তিনি জানান, পেট্রোলিয়াম মন্ত্রকও কর্মসংস্থান বাড়ানোর কাজে নিয়োজিত। আগামীতে দেশে আরও নতুন ৪৮ হাজার পেট্রোল পাম্প খোলা হবে। অসমে খুলবে ২০০০। পাম্পগুলি চালু হলে স্থানীয় ভরে প্রচুর যুবক যুবতী চাকরি পাবেন। বিএসএফ হেড কোয়ার্টারে আয়োজিত এ দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন বিএসএফ এর আইজি অখিলেশ্বর সিং। ধন্যবাদ জানান ডিআইজি অশোককুমার , অনুষ্ঠানে  মোট ২৭৪ জনের হাতে নিয়োগপত্র বিতরণ করা হয়।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News