পাথারকান্দিতে নিযুত মইনার ৮৩১টি চেক বণ্টন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : নিযুত মইনার ৮৩১টি চেক বণ্টন করলেন পাথারকান্দিতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সমগ্র রাজ্যের সঙ্গে রবিবার মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল পাথারকান্দিতেও। এদিন করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভায় মোট ৮৩১ জন ছাত্রীর হাতে চেক তুলে দেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এমর্মে পাথারকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাথারকান্দি সম জেলা আয়ুক্ত মিনার্ভ দেবী আরম্বমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের ২টি মহাবিদ্যালয় ও ১০ টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের হাতে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার রূপক মজুমদার, অধ্যক্ষ জোতির্ময় নাথ, সুভাষ সিনহা, শান্তিলাল সিনহা, শশীবাবু সিমহা, বিকু দাস, শ্যামাপদ দে, চন্দ্রানী দেবনাথ, রেনুকা সিনহা সহ অন্যান্য স্কুল কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৃথ্বীশ রায়।

Author

Spread the News