হাইলাকান্দিতে ৬৩১০৭ জনকে প্রধানমন্ত্রী কিষাণ এর ২১তম কিস্তি বণ্টন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : হাইলাকান্দি জেলার মোট ৬৩১০৭ জন সুবিধাভোগীকে পিএম কিষান প্রকল্পের ২১তম কিস্তি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। বুধবার বোয়ালিপাড়ের স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ডিভিটির মাধ্যমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ২১তম কিস্তি মুক্তির উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। এর আগে হাইলাকান্দি কৃষি বিভাগ এবং আইসিএআর-কেভিকে, হাইলাকান্দি যৌথভাবে একটি সচেতনতা কর্মসূচি পরিচালনা করে।

জেলা কৃষি অফিসার মনোজকুমার বৈশ্য এবং এডিও রাজিবুল হক মোল্লাহ কেভিকে-র বিষয় বিশেষজ্ঞ রাজারাম বাঙ্কার এবং কবিতা সি শর্মার সঙ্গে কৃষি ব্যবস্থা এবং বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে উদ্ভাবনী তথ্য তুলে ধরা হয়। ১৫৩ জন প্রগতিশীল কৃষকের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *