কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড এনইপি ইমপ্লিমেন্টেশন বিষয়ে আলোচনা জগন্নাথ সিং কলেজে

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : উধারবন্দ  জগন্নাথ সিং কলেজ ও আসাম রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার জগন্নাথ সিং কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বিষয় ছিল “কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড  এনইপি ইমপ্লিমেন্টেশন”। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. বিশাল পোদ্দার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান দত্ত। কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহের পৌরহিত্যে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করেন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপিকা ড. বাসবী পাল। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যাম মামুদ বড়ভূইয়া।
বর্তমান যুগে কারিগরি ও পেশাগত শিক্ষার গুরুত্ব এবং তা অর্জনের নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বিশদভাবে আলোচনা করেন ড. বিশাল পোদ্দার। কর্মজীবনের জন্য নিজেকে তৈরি করতে ও তার যোগ্যতা ও পারদর্শিতা অর্জনের লক্ষ্যে নানা ধরনের নানা ধরনের পেশাগত ও কারিগরি কোর্সে ভর্তি হওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান।

কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড এনইপি ইমপ্লিমেন্টেশন বিষয়ে আলোচনা জগন্নাথ সিং কলেজে

এছাড়াও তিনি পেশাগত ও কারিগরি শিক্ষা অর্জনের নানা সুযোগ সুবিধা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নানা ধরণের সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে ড. ধীমান দত্ত ছাত্রছাত্রীদের পরবর্তীতে আসাম রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগে প্রবেশাধিকার লাভের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক তথা বিভাগীয় প্রধান ড. গঙ্গেশ ভট্টাচার্য।

Author

Spread the News