সার্বিক শিক্ষা নিয়ে সোনাইয়ে আলোচনা সভা আরএফ ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ৩ জুন : সোনাই অঞ্চলের সার্বিক শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল সোনাইয়ে। শনিবার বিকেলে সোনাই হাসপাতাল রোডের আর এফ বিবাহ ভবনে আরএফ এডুক্যাশনাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সোনাই অঞ্চলের শিক্ষাবিদরা। অনুষ্ঠান শেষলগ্নে প্রত্যন্ত উত্তর মোহনপুরের তৈবুর রহমান নামের যুবক সম্প্রতি সহকারী অধ্যাপকের চাকরি পান। এদিন তাঁর এই কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়।
  

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা কমর উদ্দিন আহমেদের পৌরহিত্যে বক্তারা সোনাই এলাকার শিক্ষার পরিবেশ নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মওলানা সাবির হোসেন চৌধুরী আল-আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যাপক আব্দুল মতিন লস্কর, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল আহমেদ মজুমদার, শিক্ষাবিদ ধনবাবু সিংহা, রামকৃষ্ণ নাথ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কর্মকর্তা অধ্যাপক আফসর হোসেন লস্কর। মঞ্চে উপস্থিত ছিলেন আরএফ এডুক্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আওলাদ হোসেন রিঙ্কু লস্কর সহ বিশিষ্টরা।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News