শিলচরে সুকন্যা জীবন নিধি (ব্যাঙ্ক) লিমিটেডের ডিরেক্টর গ্রাহকদের ক্ষোভের মুখে

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : শিলচর ইটখলায়স্থিত সুকন্যা জীবন নিধি (ব্যাঙ্ক) লিমিটেডের ডিরেক্টরকে ঘেরাও করার পাশাপাশি কার্যালয়ের কিছু সামগ্রী নিয়ে গেলেন গ্রাহকরা। জমা টাকা ফিরিয়ে না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা সোমবার রাত অবদি ডিরেক্টরকে ঘেরাও করে রাখলে মালুগ্রাম পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

শিলচরে সুকন্যা জীবন নিধি (ব্যাঙ্ক) লিমিটেডের ডিরেক্টর গ্রাহকদের ক্ষোভের মুখে

উল্লেখ্য, গত তিন মাস ধরে কাছাড়ে ব্যবসা শুরু করে সুকন্যা জীবন নিধি। লোন দেওয়ার নামে সাধারণ মানুষকে গ্রাহক করতে শুরু করে কোম্পানি। শিলকুড়ি এলাকার অন্তত ৩০০ জনকে গ্রাহক করে। নিয়ম মতে তাঁরা টাকা জমা করেন। তবে অনেক দিন পেরিয়ে গেলেও তহবিল থেকে টাকা তুলতে না পারায় নানা সমস্যায় পড়েছেন তাঁরা। ৩০০ জনে ৭৫ লাখ টাকার মত জমা করেছেন। নিজের জমা টাকা তুলতে গেলে সমস্যার মুখে পড়ছেন। সোমবার গ্রাহকরা মালুগ্রাম ব্যাঙ্কে এলে একই সমস্যার মুখে পড়তে হয়। সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। এতে তাঁদের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ডিরেক্টর মানিক দাসকে টাকা ফিরিয়ে দিতে চেপে ধরেন। কিন্তু মানিক দাস কোন সুরাহা করতে পারেননি। সৃষ্টি হয় উত্তেজনা ও লুটপাট। এরপর রাতে স্থানীয়রাও এগিয়ে আসেন। বিষয়টি বুঝতে চান স্থানীয়রা। শেষে মালুগ্রাম পুলিশকে খবর দিলে পুলিশ এসে ডিরেক্টর মানিক দাসকে উদ্ধার করে। তবে কর্তৃপক্ষ আগামী বুধবার বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। প্রতিশ্রুতি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ দিকে, সুকন্যা নিধি (ব্যাংঙ্ক) লিমিটেডের ডিরেক্টর মানিক দাস জানান, গত চারদিন ধরে যান্ত্রিক গোলযোগে কোন কাজ হচ্ছে না। এ ছাড়া সব গ্রাহক এক সঙ্গে টাকা তুলে নেবেন বলে জানান তিনি। নগদ এত টাকা নেই। এতে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত ছিল।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News