কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতা সংগ্রামীদের ফলক উন্মোচন দীপায়নের

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাবরোডে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান‌ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপি দলের নেতা-কর্মীরা। পরবর্তী সময়ে আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার আজাদি কা মহোৎসব উপলক্ষে এই উপত্যকার স্বাধীনতা সংগ্ৰামী সহ দেশের জন্য বিভিন্ন সময় আত্মবলিদানকারী বীর সেনাদের একটি ফলক উন্মোচন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতা সংগ্রামীদের ফলক উন্মোচন দীপায়নের

সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন পুর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), রাজেশ দাস, মিত্রা রায়, দেবাশিস সোম ও সন্ধ্যা আচার্য, কাছাড়ের ডিডিসি রাজীব রায় প্রমুখ।

বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আগামী ১৫ আগস্ট আজাদি কা মহোৎসব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সমগ্র দেশে সাড়ম্বড়ে পালন করা হবে, সেই সঙ্গে ভারতের প্রত্যেকটি জিপি ও শহর থেকে মাটি সংগ্রহ করে সেই মাটিকে গুয়াহাটিতে নিয়ে গিয়ে সেখানে পূজন করে কিছুটা মাটি গুয়াহাটিতে রেখে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। আগামী ৩০ আগস্ট দিল্লীতে অমৃত বাটীকা নামে একটি উদ্যান বানানো হবে, সেখানে সেই মাটি কাজে লাগলো হবে এবং দেশের জন্য শহিদ হওয়া প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শ্রদ্ধা জানানো হবে। এতে সরকারি কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর

Author

Spread the News