নৌসেনার প্রধান হতে চলেছেন দীনেশ

২০ এপ্রিল : ভারতীয় নৌসেনার প্রধান হতে চলেছেন দীনেশ ত্রিপাঠী। ৪০ বছর ধরে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার জন্য তাঁকে এবার এই পদ দেওয়া হচ্ছে। এমনকি করোনাকালের চ্যালেঞ্জ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে উতরে দিয়েছেন। ৩০ এপ্রিল তিনি নিজের দায়িত্ব বুঝে নেবেন।

রেওয়ার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পরীক্ষায় পাশ করে তিনি ১৯৮৫ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন। যেকোনও ধরণের ক্ষেপনাস্ত্র হামলা রুখতে বিশেষ পারদর্শী দীনেশ ত্রিপাঠী। ভারতীয় সেনাবাহিনীর তিনটি জাহাজের দায়িত্ব তিনি সামলেছেন। এদের মধ্যে রয়েছে বিনাশ, কির্চ এবং ত্রিশূল। এবার নতুন দায়িত্ব পেয়ে যথেষ্ট খুশি দীনেশ ত্রিপাঠী।

Author

Spread the News