লোকসভা নির্বাচনের আগেই বেশ কয়েকজনকে নিয়ে বিজেপিতে দিলু দাস

বরাক তরঙ্গ, ১১ মার্চ : এক সময়ের যুব কংগ্রেস নেতা দিলু দাস। পরবর্তীতে ব্যক্তিগত কারণে সক্রিয় রাজনীতিতে সরে যান। দীর্ঘ পাঁচ বছর দল বদল করে ফের রাজনীতি আঙ্গিনায় ফিরলেন তিনি। আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে।

রবিবার চাতলা মণ্ডল কমিটির সভাপতি প্রদীপ দাসের পৌরহিত্যে এক সাংগঠনিক সভা শিলকুড়ি ক্যাম্পে অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজ্যের পরিবহন মন্ত্রী তথা আসন্ন  লোকসভা নির্বাচনের শিলচর কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিতিতে দলে ভিড়লেন দিলু দাস। তিনি আরও কয়েকজনকে নিয়ে গেরুয়া বসন গায়ে নিলেন। সভায় উপস্থিত ছিলেন পূর্ব সোনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্য মানব সিং সহ বিশিষ্টজন।

লোকসভা নির্বাচনের আগেই বেশ কয়েকজনকে নিয়ে বিজেপিতে দিলু দাস

উল্লেখ্য, দিলু দাস ২০০০ সাল থেকে ২০১৬ পর্যন্ত শিলচর এনএসইউআই ও সোনাই যুব কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এছাড়াও অসম সরকারের শিলচর সাব ডিভিসন উন্নয়ন বোর্ড এর বিদায়ী কমিটির অন্যতম কার্যকরী সদস্য ও দক্ষিণ কৃষ্ণপুর কো অপারেটিভ সোসাইটির সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়াও দিলু দাস সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। তিনি ২০১৯ সাল থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত না থাকলেও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের জনহিতৈষী কাজে উৎসাহিত হয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দিলু দাস। সঙ্গে ছিলেন দেবাশিস দাস, দীপঙ্কর দাস সহ অন্যান্যরা।

Author

Spread the News