কংগ্ৰেস মুক্ত অসম গড়ার ডাক দিলীপ শইকিয়ার
ধলাইয়ে বিজেপি নির্বাচনী সভা
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রচারে হাওয়া তুলতে ধলাইয়ে উপস্থিত হলেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। এবং ধলাইয়ে নির্বাচনী সভার মাধ্যমে জেলার সভা শুরু হল। রবিবার আয়োজিত সভায় দিলীপ শইকিয়া কংগ্ৰেস মুক্ত অসম গড়ার ডাক দেন। বলেন, কংগ্রেস মুক্ত হলে দেশ দুর্নীতি মুক্ত হবে। এও বলেন কংগ্রেস মুক্ত রাজ্য গড়ার দিকে রাজ্যের জনগণও অগ্ৰসর হচ্ছেন। প্রতিটি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রতিনিধিরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে, কংগ্ৰেস দলের নেতারা পঞ্চায়েত নির্বাচনে টিকিট কেনা-বেচা নিয়ে ব্যস্ত। যে দলের নেতারা দলেরই নেতা-কর্মীদের সঙ্গে টিকিটের নামে দুর্ণীতি করে থাকেন, তাঁরা আবার কীভাবে জনগণের উন্নতি করবেন এমন প্রশ্ন উত্থাপন করেন।

শইকিয়া এও বলেন, ৩৭০ ধারা বাতিল, অযোধ্যা রামমন্দির প্রতিষ্ঠা, তিন তালাক আইন বাতিল করে আজ বিজেপি দেশ এবং আন্তর্জাতিক স্তরে সর্ববৃহৎ এবং সর্ব শ্রেষ্ঠ রাজনৈতিক দল হল বিজেপি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বলেন, কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে মুসলিমদের মধ্যে।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, ও নীহাররঞ্জন দাস, রাজ্য সম্পাদক কণাদ পুরকায়স্থ, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সহ দলীয় নেতা-কর্মীরা।

এদিন সকালে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে স্বাগত জানানো হয় দলের পক্ষ থেকে। এরপর কাছাড় জেলা বিজেপির সহযোগিতায় র্যালি করে কার্যালয়ে এক বৈঠকে যোগ দেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।