বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর সোনাইয়ে

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১ জুন : বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক শিশুর।  সোনাইর কাপ্তানপুর জিপির কাপ্তানপুর ১৩ খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে রবিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বেলা দেড়টায় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখরহাওরের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন।

মৃত শিশুটি হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়ভূইয়ার ছেলে বছর ৬ এর জাবির হোসেন বড়ভূইয়া। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষীপুর থানার এসআই মণীষা দাস সদলবলে এবং জেলা মেজিস্ট্রেট অঞ্জলি কুমারি ঘটনাস্থলে পৌঁছেন। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে ঘটনার খোঁজ নেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর-কাজিডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর, কাপ্তানপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি সাহারুল লস্কর সহ অন্যান্যরা।

বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর সোনাইয়ে
Spread the News
error: Content is protected !!