ধোয়ারবন্দে প্রাণঘাতী হামলায় আহত যুবকের মৃত্যু, ধৃত ২

বরাক তরঙ্গ, ১১ জুন : প্রাণঘাতী হামলায় আহত সুমিত গোয়ালার (২৬) মৃত্যু ঘটল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু ঘটে তার। পুলিশ গ্রেফতার করেছে দুই-প্রতিবেশী যুবক মনদীপ গোয়ালা ও সুদীপ গোয়ালাকে।

সামান্য কথা কাটাকাটির পর সুমিত গোয়ালার বাড়িতে গিয়ে দলবল নিয়ে ভয়ঙ্কর হামলা চালালো পাপন গোয়ালা নামে আরেক যুবক। ঘটনাটি ঘটেছে ৪ জুন বুধবার বিকেল চারটা নাগাদ বিলাইপুর নকশাটিলা বরমথানে।

ধোয়ারবন্দে প্রাণঘাতী হামলায় আহত যুবকের মৃত্যু, ধৃত ২

সুমিত গোয়ালার পরিবারের লোকরা জানান, ধারালো অস্ত্র দিয়ে বাড়িতে একা পেয়ে দুষ্কৃতিকারী তার মাথায় আঘাত করলে সুমিত মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।
সুমিতের পরিবার ধোয়ারবন্দ থানায় পাপন সহ আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। মৃত্যুর পর পুলিশ ঘটনাটাকে হত্যার মামলা হিসেবে নথিভুক্ত করে। এরপর বুধবার গ্রেফতার করা হয় মনদীপ ও সুদীপকে।

Spread the News
error: Content is protected !!