ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

১৮ জুলাই : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোণ্ডায়। চণ্ডীগড় থেকে ডিব্রুগর যাওয়ার ট্রেন ডিব্রুগড় এক্সপ্রেসের ১০-১২ টি কামড়া লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোণ্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আচমকা বিকট শব্দ শুনতে পান তাঁরা। এরপরই বেলাইন হয় একের পর এক কামরা। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কথা বুঝতে পেরেই হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। তবে দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের উদ্ধারকারী দল এলাকায় গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি পরিস্থিতির খোঁজখবর নিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঘটনার পর উত্তর-পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪।

Author

Spread the News