ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের সুপার নিপেন দাস গ্রেফতার
বরাক তরঙ্গ, ৮ মার্চ : অসম পুলিশ বৃহস্পতিবার ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের সুপার নিপেন দাসকে গ্রেফতার করেছে। ডিব্রুগড় সেন্ট্রাল জেলে ওয়ারিস পঞ্জাব দে-এর প্রধান অমৃতপাল সিং এবং তাঁর নয়জন সহযোগীর কক্ষে আপত্তিকর সামগ্রী আবিষ্কারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সিজল আগরওয়াল নিপেন দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দাসকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারা ১৩ (১)বি এবং অসম কারাগার আইনের ৭৫ ধারায় গ্রেফতার করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ডিব্রুগড় জেলে অমৃতপাল সিং রয়েছেন। তাঁর মোবাইল ফোন এবং স্পাই ক্যামেরা সহ আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল।
ঘটনা প্রসঙ্গে রুজু হওয়া অভিযোগ ভিত্তিতে অসম পুলিশ ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারের অধীক্ষক নিপেন দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এই মামলায় অমৃতপাল সিংয়ের নয়জন সহযোগীর বিরুদ্ধেও জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে মামলা করা হয়েছে। এনএসএর অভিযোগের সম্মুখীন ব্যক্তিদের মধ্যে রয়েছে দলজিৎ সিং কালসি, পাপলপ্রীত সিং, কুলবন্ত সিং ধালিওয়াল, বারিন্দর সিং জোহাল, গুরমিত সিং, বুকানওয়ালা, হারজিৎ সিং, ভগবন্ত সিং, বসন্ত সিং এবং গুরিন্দরপাল সিং আউজলা।