শ্রীভূমির জেলা গ্রন্থাগার ভবনে দিব্যাংগ জনদের আনুষ্ঠানিক ভাবে সহায়ক সামগ্রী প্রদান
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফেকচারিং কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলিমকো- র উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার ভবনে দিব্যাংগ জনগণকে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যের সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়েছে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের দিব্যাংগ জনগণের ক্ষমতায়ন বিভাগের এডিআইপি ও আরভিওয়াই প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার মোট ২০৭৭ জন দিব্যাংগ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ওই সহায়ক সামগ্রীগুলি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। দিব্যাংগ জনগণের ক্ষমতায়ন ও বয়স্ক নাগরিকদের জন্য অনুদান পাইয়ে দিতে, সহায়ক সামগ্রী প্রদান অনুষ্ঠানে এডিআইপি প্রকল্পে ১৩৩৬ জন সুবিধা প্রাপক, যার মধ্যে ৭৭৪ জন পুরুষ ও ৫৬২ জন মহিলাকে ২৪৫৪টি সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়। পাশাপাশি, আরভিওয়াই প্রকল্পের অধীনে মোট সুবিধা প্রাপক ৭৪১ জন যার মধ্যে ৪১৬ জন পুরুষ ও ৩২৫ জন মহিলার মধ্যে ৪৫৩১টি সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা উপস্থিত ছিলেন। এতে উদ্বোধনী ভাষণ প্রদান করেন এলি

মকো-র ম্যানেজার মুকেশ মিশ্র। তিনি জানান যে গত ডিসেম্বর মাসে শ্রীভূমি জেলায় দিব্যাংগ জনগণের মূল্যায়ন করে তালিকা প্রস্তুত করা হয় এবং জুন মাসে সামগ্রী প্রদানের অনুমতি পাওয়া যায়। এতে শ্রীভূমি জেলায় মোট ৬৯৮৫টি সহায়ক সামগ্রী প্রদান করা হচ্ছে, যার মূল্য ১কোটি ৯৭ লক্ষ ৩২ হাজার টাকা। এই সরঞ্জামের মাধ্যমে দিব্যাংগ জনগণ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


অতিথির ভাষণে সাংসদ কৃপানাথ মালা বলেন, বর্তমান কেন্দ্র সরকার দিব্যাংগ জনগণের ক্ষমতায়নে ও কল্যাণে সদা সচেষ্ট রয়েছে। এই সহায়ক সামগ্রীগুলি দিব্যাংগ জনগণের জীবনের পথ চলায় সহায়ক হবে এবং এর মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে আশার আলো আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু উপস্থিত ছিলেন।এদিনের অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার দিব্যাংগ জনগণকে আনুষ্ঠানিকভাবে সহায়ক সামগ্রী প্রদান করা হয়। এতে অতিথি সহ বিশিষ্টজনেরা কয়েকজন সুবিধা প্রাপকদেরকে এই সহায়ক সামগ্রী প্রদান করে এর সূচনা করেন। আগামীতে জেলার প্রতিজন সুবিধা প্রাপককে ক্রমান্বয়ে সহায়ক সামগ্রী প্রদান করা হবে বলে জানানো হয়। এই সহায়ক সামগ্রীগুলির মধ্যে রয়েছে হুইল চেয়ার, সিপি চেয়ার, ট্রাই সাইকেল, ওয়াকিং স্টিক, ক্রাচ, রোলেটরস, ওয়াকার, এলএস বেল্ট, নি ব্রেস, সারভিক্যাল কলার, সিলিকন ফোম কুশন, হেয়ারিং এইড, সুগম্য কেন, টিএলএম কিট, এডিএল কিট, ব্রেইলি কিট, টেট্রাপড ইত্যাদি।