ধলাইয়ে সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা, মামলা

দোষীদের কঠোর শাস্তির দাবি ধলাই প্রেস ক্লাবের_____

ধলাইয়ে সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা, মামলা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : ধলাই সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল দুর্বৃত্তের হাতে আক্রান্ত সংবাদকর্মী মামলা দায়ের করলেন। দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে ধলাই প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার শারীরিক হেনস্তার শিকার হন। দুর্ঘটনার পর কিছু স্থানীয় যুবক দুর্ঘটনা কবলিত গাড়িতে ভাঙচুর চালানোর ছবি তুলতে গেলে যুবকেরা তার উপর চড়াও হয় এবং গালিগালাজ করে। তারা তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে দেয় এবং লাঠি দিয়ে তার শরীরে আঘাত করে। পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

সাইদুর রহমান মজুমদারের অভিযোগ, গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত যুবকরাই তার উপর হামলা চালিয়েছে। বুধবার তিনি ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ দিকে, এ ঘটনায় ধলাই প্রেস ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস জানান, সাংবাদিকের উপর এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদান করেছেন। এতে উপস্থিত ছিলেন ধলাই প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার, বিক্রম রায়, দিলোয়ার হোসেন বড়ভূইয়া প্রমুখ।

ধলাইয়ে সাংবাদিকের উপর প্রাণঘাতী হামলা, মামলা

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় সপ্তগ্রাম টার্নিংয়ে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে একটি চার চাকার ব্যক্তিগত গাড়ি ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

Author

Spread the News