সেগুন কাঠ বোঝাই ডিআই ট্রাক আটক কাঁঠালতলিতে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ এপ্ৰিল : পাচারের পথে পাথারকান্দির বাজারিছড়া থানা অধীন কাঁঠালতলি ওয়াচ পোস্ট পুলিশের অভিযানে অসম ত্রিপুরা সীমান্তের কুকিতল এলাকা থেকে পুলিশের হাতে হাতে ধরা পড়ল মিনি লরি বোঝাই চেরা সেগুন কাঠ। জানা গেছে, রবিবার রাতে কাঁঠালতলি ও কুকিতল পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। এসময় একটি ডিআই মিনি ট্রাক ত্রিপুরা থেকে বিকল্প সড়ক পথ ধরে পাথারকান্দির অভিমুখে যাবার পথে গাড়িটি কুকিতল এলাকায় পৌঁছালে নাকা চেকিংয়ে থাকা পুলিশ কর্মীরা গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হয়নি।এক সময় অবস্থা বেগতিক দেখে গাড়ি চালক সহ পাচারিরা সড়কের পাশে গাড়ি রেখে অন্ধকারের সুযোগে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ গাড়ি লটি নিজ হেফাজতে নিয়ে যায় এবং গাড়ি থেকে ছয়ত্রিশ টুকরো চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত করে। যার কালোবাজারী মুল্য লক্ষাধিক টাকার মত হবে।
সোমবার নিয়ম মাফিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাজেয়াপ্ত গাড়িটি পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের আওতাধীন চুরাইবাড়ি ফরেস্ট বিট কার্যালয়ে সমঝে দেন কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিন্টু গগৈ।