ধলাইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী কর্কট
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : ধলাইতে বেশ জমে উঠেছে মাতৃভূমি কাপ ফুটবল ২০২৫ । মঙ্গলবার ‘বি’ গ্রুপের প্রথম খেলায় জয়ী হয়েছে কর্কট এফসি। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ মাছখাল এফসি দলকে ১-০ গোলে পরাস্ত করেছে তারা।
এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় কর্কট এফসি। খেলার ৩০ মিনিটের মাথায় নিজ দলের হয়ে গোল করেন গিছিম বর্মণ। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায় কোন দলই গোল করতে পারেনি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও জিততে পারেনি মাছখাল এফসি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের পরবর্তী রাউণ্ডে পৌঁছে যায় কর্কট এফসি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন গিছিম বর্মণ, তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মণ ও ইন্দ্রজিৎ সিংহ।

এদিনের খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মণ ও এলমিন খাসিয়া। বুধবার ‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় মধ্য খুলিছড়া এফসি ও ডিক্রো হসম ক্লাব শেওরারতল পরষ্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।