ধলাইয়ে জয়ী বাম রামপুর এফসি
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মাতৃভূমি ফুটবলে বৃহৎ জয় পেল বাম রামপুর এফসি দল। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার তীব্র প্রতিদ্বন্দিতামূলক খেলায় প্রতিপক্ষ ছোট শালগঙ্গা এফসি দলকে ৫-২ গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা।
প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে থাকে বাম রামপুর, খেলার ৯ ও ৩১ মিনিটে হীরেন সিংহ দু’টি, ২০ ও ২৭ মিনিটে সমীর লংজাম ও কিমি সিংহ বাম রামপুর এফসির হয়ে গোল করেন। অপরদিকে প্রথমার্ধের ২২ মিনিটে ছোট শালগঙ্গা দলের হয়ে একমাত্র গোল করেন জমুয়ান পুইয়া । প্রথমার্ধের লিডে আত্মবিশ্বাসী বাম রামপুর দল দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে। খেলার ৬০ মিনিটে দলের হয়ে গোল করেন রঞ্জিত সিংহ। অন্যদিকে, ছোট শালগঙ্গা দলের হয়ে দ্বিতীয়ার্ধের একমাত্র গোল করেন ডেনিস, খেলার ৪২ মিনিটে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাম রামপুর দলের খেলোয়াড় সমীর লংজাম। তাঁর হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহ-সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, কুটন দে, অনুপমা রায় ও আমির হোসেন লস্কর। এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মন, ইজাজ আহমেদ ও এলমিন খাসিয়া। সোমবার খেলবে লোকনাথপুর ইয়ং স্টার ক্লাব ও বাঘখাল এফসি।