ধলাইয়ে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক, পলাতক সঙ্গী

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মাদক বিক্রেতাদের হাতে আক্রান্তের শিকার হয়ে আটকে গেল ক্রয়কারী। সোমবার বিকেলে ধলাই থানার অন্তর্গত নরসিংহপুর ১৬ নম্বর বস্তি এলাকায় সেলিম উদ্দিন নামে এক যুবক মাদক ক্রয় করে ফেরার পথে আবার তাদের হাতে শিকার হতে হয়। প্রাণ বাঁচাতে স্থানীয়দের সাহায্য চায়। স্থানীয়র তার কাছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট দেখে ভিডিপি-কে খবর সহ  গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা গেছে, ধৃত সেলিম উদ্দিন কাবুগঞ্জ থেকে এই মাদকদ্রব্য গুলো কিনেছিল। আটকের আগে সে স্থানীয় লোকজনের কাছে সাহায্য চেয়ে জানায় যে, যারা তাকে মাদক বিক্রি করেছিল তারাই আবার মারধর করে মাদক ছিনিয়ে নেওয়ার জন্য তাদের পিছু ধাওয়া করছে। এই সময় তার সঙ্গে থাকা আইন উদ্দিন নামের অন্য এক যুবক স্কুটিতে করে পালিয়ে যায়।

সেলিমের কথাবার্তায় সন্দেহ হলে তা স্থানীয় মানুষ দ্রুত বিডিপিকে খবর দেন। বিডিপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধলাই থানায় খবর দিলে, থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি বাহিনী নিয়ে দ্রুত সেখানে পৌঁছান। তল্লাশিতে সেলিমের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, কিছু নগদ টাকা ও একটি ফোন উদ্ধার হয়।

ধলাইয়ে ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক, পলাতক সঙ্গী

পুলিশ সেলিম উদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সেলিম উদ্দিন জানিয়েছে যে, সে কাছাড় জেলার কাটিগড়ার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আইন উদ্দিন ও মাদক বিক্রেতাদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি জানান, এই ঘটনায় মাদকবিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে।

Author

Spread the News