ধলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার

ধলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : সংবাদ প্রকাশের কয়েকঘণ্টার মধ্যে গ্রেফতার ধলাইর জঘন্য ঘটনার অভিযুক্ত। বুধবার রাত ধলাই পুলিশ সোনাইয়ের কচুদরম থেকে অভিযুক্তকে আটক করে। তবে পুরো ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনার এক সপ্তাহের পরও পুলিশ কোন পদক্ষেপ না করায় নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন বুধবার।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সামনে হাত-পা বেধে মহিলাকে ধর্ষণ করে, গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযোগ, দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কু-দৃষ্টি ছিল গ্রামের এই বাসিন্দা লম্পট অতীতে বহু অপরাধের সঙ্গে জড়িত যুবকের। অভিযোগ বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দু’দিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পট যুবক। তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দেন। এরপর ২২ জানুয়ারি তারিখে রাত ১১টা নাগাদ লম্পট যুবক মহিলার ঘরে প্রবেশ করে হাত-পা বেধে কুকর্ম চরিতার্থ করে মহিলার উপরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে, ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর যুবক তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে। তখন বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী। তিনি দৌড়ে বাড়ি ফিরেন, ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ভ হয়ে পড়েন।

ধলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার

দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে মহিলার অবস্থা সঙ্গীন বলে জানা যায়।

Author

Spread the News