ধলাইয়ে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১ মিজো যুবক
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল ধলাই পুলিশ। গতকাল গভীর রাতে মিজোরাম থেকে শিলচরগামী একটি গাড়ি থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একজন আটক করা হয়েছে।
ধলাই থানার সামনে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশির সময় এমজেড ০১ ডব্লিউ ১৯৯৩ নম্বরের একটি মারুতি ব্রেজা গাড়ি আটক করে পুলিশ। তল্লাশির সময় গাড়িটিতে প্লাস্টিকে মোড়ানো কিছু সন্দেহজনক সামগ্রী দেখতে পায় পুলিশ। গভীরভাবে তল্লাশি চালানোর পর দেখা যায়, গাড়িটির ভেতরে প্রচুর পরিমাণে নিষিদ্ধ গাঁজা রয়েছে। ৪৮ কেজি ওজনের এই গাঁজা ৪৭টি প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা হয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা মিজো যুবককে আটক করে। একটা যুবক আইজলের বাসিন্দা।
এই ঘটনায় ধলাই পুলিশ মাদকবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত যুবককে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযান আবারও প্রমাণ করল যে, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের | বিরুদ্ধে তারা কতটা সক্রিয়।