অরুণোদয় তা‌লিকায় স্বজন‌পোষন!জেলা সদ‌রে ধরনা ম‌ুন্নি ছেত্রীর।

বরাক তরঙ্গ, ৮ মে : সরকা‌রি অরু‌ণোদয় প্রক‌ল্পে স্বজন‌পোষ‌নের অ‌ভি‌যোগ এ‌নে জেলা সদ‌রে ধরনা কার্যসূচী পালন কর‌লেন বদরপু‌রের সমাজ‌কর্মী মুন্নি ছেত্রী।‌ সোমবার তি‌নি নিজ সমর্থক‌দের স‌ঙ্গে নি‌য়ে ক‌রিমগঞ্জ এস‌পি অ‌ফি‌সের সামনে ধরনা সে‌ডে ব‌সে ধরনা কার্যসূচী পালন ক‌রেন। এ‌তে তি‌নি সহ তার সমর্থকেরা নানা বাক‌্যবা‌নে সরকার‌কে বিদ্ধ ক‌রেন। তিনি ব‌লেন, অরু‌ণোদয় প্রকল্প‌টি বিধবা সহ অ‌বিবা‌হিত ও শা‌রীরিক অ‌তিসক্ষম লোক‌দের না‌মে চালু হ‌লেও এ‌তে ব‌ঞ্চিত হ‌চ্ছেন প্রকৃতরা। সম্প্রতি যে তা‌লিকা প্রস্তুত করা হ‌য়ে‌ছে এ‌তে অ‌নেক বিত্তবান‌দের নাম স‌ন্নি‌বিষ্ট করা হ‌য়ে‌ছে। ফ‌লে অ‌নেক অসহায় মা বোনদের চোখে জল আসার উপক্রম দেখা দি‌য়ে‌ছে। দরিদ্র উন্নয়নের নামে আসা চালু করা সরকা‌রি মহৎ প্রকল্প অরুণোদয়ে এমন স্বজন‌পোষন মে‌নে নেওয়া যায় না।

বরাকের প্রত্যেক এলাকায় প্রকৃত লোকদের এ‌তে ব‌ঞ্চিত হবার খবর পাওয়া গে‌ছে। প্রায় একঘন্টা ধ‌রে চলা ধরনার পর মুন্নি ছেত্রী এ ব‌্যপা‌রে জেলাশাসককে পু‌রো বিষয়‌টি খ‌তি‌য়ে দে‌খে ব‌্যবস্থা নেওয়ার দা‌বি‌ জানিয়ে এক স্মারকপত্র তো‌লে দেন। এ‌তে ডি‌সিও বিষয়‌টি গুরত্ব সহকা‌রে খ‌তি‌য়ে দেখার আশ্বাস দেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News