চঞ্চল মনকে স্থির করাই হলো ধর্ম : তপনানন্দ গিরি মহারাজ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুন : সোনাই রোড স্থিত  শিলচর শংকর মঠ ও মিশন প্রাঙ্গনে গুরুদেব স্বামী তপনানন্দ গিরি মহারাজ আগমনে গুরুপূজা সহ সনাতন ধর্মীয় সভার আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যা থেকে। সেদিন উপস্থিত দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্তদের উপস্থিতিতে মিশন প্রাঙ্গন ধর্মীয় সুন্দর ও উৎসবমূখর পরিবেশে পরিণত হয় ও উপস্থিত সাধু- সন্তদের পরিচালনা কমিটির পক্ষ থেকে উত্তরীয় ও হাতে শ্রীভগবত গীতা তুলে দিয়ে সম্মান প্রদান করা হয়।সেদিনের সনাতনী ধর্ম সভায়  আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থার তথা শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ সহ উপস্থিত সাধু-সন্তরা মাঙ্গলিক পঞ্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়।

স্বামী তপনানন্দ গিরি মহারাজ উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, সনাতন ধর্ম, হিন্দুধর্মে, শ্রেণী, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে, সমস্ত হিন্দুদের উপর বাধ্যতামূলক “শাশ্বত” বা সম্পূর্ণ কর্তব্য বা ধর্মীয়ভাবে নির্ধারিত অনুশীলন বোঝাতে ব্যবহৃত শব্দটি। বিভিন্ন গ্রন্থে কর্তব্যের বিভিন্ন তালিকা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণভাবে সনাতন ধর্মের মধ্যে রয়েছে সততা, জীবকে আঘাত করা থেকে বিরত থাকা, পবিত্রতা, সদিচ্ছা, করুণা, ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম, উদারতা এবং তপস্যা ইত্যাদি গুণাবলী। সনাতন ধর্ম স্বধর্মের সাথে বৈপরীত্য, একজনের “নিজস্ব দায়িত্ব’বা বিশেষ কর্তব্য যা একজন ব্যক্তির উপর তার শ্রেণী বা বর্ণ এবং জীবনের স্তর অনুসারে প্রদত্ত।ভারতীয় ধর্মীয় চিন্তাধারায়, কিছু ধ্যানের শৃঙ্খলার সর্বোচ্চ লক্ষ্য ।এইভাবে সনাতন ধর্ম হিন্দুধর্মের “শাশ্বত” সত্য এবং শিক্ষার একটি সমার্থক শব্দ হয়ে উঠেছে, যেটি শুধুমাত্র ইতিহাসের সীমা অতিক্রমকারী এবং অপরিবর্তনীয় নয় বরং অবিভাজ্য এবং শেষ পর্যন্ত অসাম্প্রদায়িক হিসাবেও ধারণা করা হয়েছে।

চঞ্চল মনকে স্থির করাই হলো ধর্ম : তপনানন্দ গিরি মহারাজ

এদিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট লেখক-কবি তথা বরাকের নতুন দিগন্ত প্রকাশনীর স্বত্তাধিকারী মিতা দাশপুকায়স্থ এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সহযোগিতায় ছিলেন রামেশ্বরান্দ ব্রহ্মচারী, সভাপতি রঞ্জিৎ মিত্র, সম্পাদক বিপ্লব দেব, সহ-সভাপতি রামু দেবনাথ, নিখিল মিত্র, সুমন মিত্র, রূপন মিত্র, কাবুল মিত্র, নিউটন মিত্র, ছোটন দে, রাকেশ মিত্র, অমল বণিক, বরুণ দে, শঙ্কর দত্ত, প্রণব দত্ত, শিখা দে, পূজা দে, অভিরূপ চক্রবর্তী, মিতা মিত্র, রূপা দে, রেনুবালা চৌধুরী সহ অন্যান্যরা।

Author

Spread the News