সোনাইয়ে খেতাব জয় ধনীপুরের

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত বাসারত আলি এবং নিজাম উদ্দিন স্মৃতি প্রাইজমানি ফুটবল ট্রফি দখল নিয়ে ধনীপুরের দুই দলের মধ্যে জোর লড়াই দেখলেন দর্শকরা। রবিবার সোনাইয়ের নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে টাইব্রেকারে খেতাব দখল করে ধনীপুর। ফাইনাল ম্যাচে তারা ৪-২ গোলে হারায় ধনীপুর সমাজ কল্যাণ পরিষদকে। দু’টি দল সমান ভাবে আক্রমণ করেছে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা বেশ জমে উঠে। খেলার কুড়ি মিনিটে গোল করে ধনীপুরকে এগিয়ে নেন বিকা। সাত মিনিটের মধ্যেই খেলার সমতা ফেরান স্যাম। দ্বিতীয়ার্ধ্বে অর্থাৎ ৫৬ মিনিটে মেনো গোল করে জয়ের দিকে নিয়ে যান ধনিপুর সমাজ কল্যাণ পরিষদকে। কিন্তু দুই মিনিটের মধ্যেই পাল্টে যায় খেলা। সমাজ কল্যাণের খেলোয়াড় পেনাল্টি বাক্সে ফাউল করলে হজম করতে হয়েছে গোল। পেনাল্টি ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ধনীপুরকে সমতায় ফেরান বিকা। অবশেষে ২-২ গোলে খেলা অমীমাংস ভাবে সমাপ্ত হয়। টাইব্রেকারে ৪-২ গোলে খেতাব জয় করে ধনীপুর।

সোনাইয়ে খেতাব জয় ধনীপুরের
রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে।

ম্যাচে ১৩ বার অ্যাটাক করে ধনীপুর,  ধনীপুর সমাজ কল্যাণ পরিষদ করেছে ১৪ বার অ্যাটাক। কর্ণার শট নিয়েছে ধনীপুর তিনটি আর সমাজ কল্যাণ চারটি। ধনিপুরের অফসাইড ছিল পাঁচটি আর সমাজ কল্যাণের তিনটি। তিন কাঠিকে লক্ষ্য করে ধনিপুর দু’টি শট নেয় এবং সমাজ কল্যাণ পাঁচটি শট নিয়েছে। উভয় দলে ফাউল করছে সাতটি করে। সমাজ কল্যাণের পেনাল্টি বক্সের ফাউল-ই হাতছাড়া হয় ট্রফি। দুই দলের দু’জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলেন দর্শকরা।

সোনাইয়ে খেতাব জয় ধনীপুরের
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার প্রদান।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ধনীপুরের বিকা। সেরা ডিফেন্ডার পুরস্কার সমাজকল্যাণের দানা পেয়েছেন। সেরা গোলকিপার পুরস্কার দেওয়া হয় ধনিপুরের হেরিয়াকে। সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান সমাজ কল্যাণের রেমকুম। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি ও চেকের রেপ্লিকা তুলে দেন। ফাইনাল ম্যাচে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এছাড়া অতিথির রূপে ছিলেন পুরকমিশনার নুর আহমেদ বড়ভূইয়া, আনসারুল আলম লস্কর, জুনুবাবু লস্কর, এনজি হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মাতাব উদ্দিন লস্কর, এনজি স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিক্ষক আনোয়ার হোসেন লস্কর, বাপ্পি লস্কর, খসরু আলম চৌধুরী, বাবুল বড়ভূইয়া, অধ্যাপক আব্দুল মতিন লস্কর, জুবাইর আহমেদ লস্কর, শাহজাহান আহমেদ, রাজীব মজুমদার, রেবুল মজুমদার মামন বড়ভূইয়া প্রমুখ। পুরস্কার বিতরণী সভা সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী, ইজাজ আহমেদ লস্কর, নজরুল আলম লস্কর ও জাফর বড়ভূইয়া। অবশেষে দুটি ট্রফি সোনাই পুরসভা এলাকার ধনিপুরেই যায়।

সোনাইয়ে খেতাব জয় ধনীপুরের
সোনাইয়ে খেতাব জয় ধনীপুরের
সোনাইয়ে খেতাব জয় ধনীপুরের

Author

Spread the News