সোনাইয়ে কোয়ার্টারে ধনিপুর এফসি
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফইনালে স্থান করে নিল ধনীপুর এফসি। শনিবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে তারা ১-০ গোলে হারায় এমসিডি কলেজকে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে চলা খেলার ৩০ মিনিটে জয়সূচক গোলটি করেন রবিনসন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রবিনসন।
তাঁর হাতে ম্যান অব ম্যাচের পুরস্কার তুলে দেন সোনাই প্রেস ক্লাবের সচিব মজবুল হক লস্কর ও সোনাই পুরসভার চেয়ারপার্সনের প্রতিনিধি সুবিনয় দাস। এ দিন ম্যাচ পরিচালনা করেন হোসেন আহমেদ, সায়েদ চৌধুরী, নসরুল আলম ও রাকিব হোসেন।
আগামীকাল রবিবার কোনও ম্যাচ নেই।