হাইলাকান্দিতে ভূমিধসের সতর্কতা জারি
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক, তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে অবিরাম বর্ষনের ফলে ভূমিধসের সম্ভাবনা থাকার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। হাইলাকান্দি প্রশাসনের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে শুক্রবার জারি করা আবেদনে অত্যধিক অত্যধিক বৃষ্টিপাতের ফলে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এই আবেদন জানানো হয়েছে। এতে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটিকাটা, নির্মাণ কাজ ইত্যাদি বৃষ্টিপাতের সময় বন্ধ রাখতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোন দুর্যোগ দেখা দিলে জনসাধারণকে নিকটবর্তী স্কুলগৃহ বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের ফোন নাম্বারও জানিয়ে দেওয়া হয়েছে। জেলা সদরে কেন্দ্রীয় কার্যালয়ের ফোন নম্বর ০৩৮৪৪-২৮০০০০ এবং এব ১০৭৭। এছাড়া আলগাপুরে সার্কেলে ৯১০১৫০১০৭৬, হাইলাকান্দি সার্কল ৮৮৭৬৩৮৯১৯৫, লালা সার্কল ৭৩৯৯৬০৬৯২০ এবং কাটলিছড়া সার্কল ৭০০২৩১৮৬৯৩ । নম্বর গলিতে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ কালীন সময়ে প্রয়োজনে যোগাযোগ করা যাবে।
