সম্মিলিত লোকমঞ্চের আমন্ত্রণে বাংলাদেশের ধামাইল শিল্পীরা আসছেন

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চ আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি দুদিবসীয় “সমবেত ধামাইল নৃত্য” ও “ধামাইল কন্যা” প্রতিযোগিতায় অংশ নিতে লোকমঞ্চের আমন্ত্রণে শিলচর আসছেন বাংলাদেশের শিল্পীরা। এবছরের ধামাইল প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ রামকৃষ্ণ সরকার নেতৃত্বাধীন শ্রীমঙ্গল ধামাইল গ্রুপের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান। সোমবার শিলচরে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ড. অনুপকুমার রায়।

বরাকের লোক সংস্কৃতিকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য : অনুপকুমার_____

এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ড. অনুপকুমার রায় আরও বলেন বরাক উপত্যকার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সম্মিলিত লোকমঞ্চ দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বরাকের লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ ধামাইলকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। 

এদিকে সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস জানান “সমবেত ধামাইল নৃত্য” প্রতিযোগিতার সাথে এবারের নতুন সংযোজন “ধামাইল কন্যা প্রতিযোগিতা”, চব্বিশটি দলের অংশগ্রহণে আয়োজিত উক্ত প্রতিযোগিতার জন্য আমাদের জোরদার প্রস্তুতি চলছে। ভাস্কর বাবু জানান, সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসাবে থাকবে নগদ সাত হাজার টাকার অর্থ রাশি, ট্রফি ও শংসাপত্র , দ্বিতীয়া পুরস্কার হিসাবে পাঁচ হাজার টাকা, ট্রফি ও শংসাপত্র এবং ৩য় পুরস্কার হিসাবে থাকছে নগদ তিন হাজার টাকার অর্থ রাশি, ট্রফি ও শংসাপত্র। তাছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য ১ম পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ হাজার টাকার অর্থ রাশি, ট্রফি ও শংসাপত্র, ২য় পুরস্কার হিসাবে থাকবে তিন হাজার টাকা, ট্রফি ও শংসাপত্র এবং ৩য় পুরস্কার হিসাবে থাকবে নগদ দুই হাজার টাকা, ট্রফি ও শংসাপত্র। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ। 

Author

Spread the News