ধলাই উপনির্বাচন : ১৮ অক্টোবর থেকে মনোনয়নপত্র গ্রহণ
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য চারটি বিধানসভা আসনের সঙ্গে কাছাড়ের ধলাইয়েও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জেলায় নির্বাচনী আচরণবিধি বলবৎ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বলবৎ হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। বুধবার জেলা কমিশনারের কার্যালয়ে জেলা কমিশনার মৃদুল যাদব, পুলিশ সুপার নূমল মাহাতো সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে টপনো একথা জানিয়ে বলেন, এদিনই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকে নির্বাচনী আচরণবিধির অধীনে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি জানান, নির্বাচনের জন্য ১৮ অক্টোবর থেকে শিলচরে জেলা কমিশনারের কার্যালয়ের পুরানো সভাকক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র পেশ করার শেষ দিন ২৫ অক্টোবর। ২৮ অক্টোবর মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। এবং তা প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। আর ১৩ নভেম্বর ভোট গ্রহণের পর গণনা করা হবে ২৩ নভেম্বর। ভোট গণনা করা হবে রামনগর আইএসবিটি ও আইএসটিটি-তে। নির্ধারিত দিনগুলোতে মনোনয়নপত্র গ্রহণ করা হবে বেলা ১১ টা থেকে ৩ টার মধ্যে।
ধলাই বিধানসভা এলাকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০৮। আর ভোটারের সংখ্যা ১,৯৭,৬৪২। এরমধ্যে পুরুষ ৯৯,৭৫৬ এবং মহিলা ৯৭,৮৮৫, তৃতীয় লিঙ্গের ভোটার ১। মোট ভোটারের মধ্যে সার্ভিস ভোটার ৬২০, শারীরিক বাধাগ্রস্ত ভোটারের সংখ্যা ১০৮ এবং ৮৫ ঊর্ধ্ব ভোটার রয়েছেন ৭২৬জন। এই পরিসংখ্যান তুলে ধরে টপনো জানান, কেউ আচরণবিধি ভঙ্গ সম্পর্কিত অভিযোগ জানাতে হলে ১৯৫০ টোল ফ্রি টেলিফোন নম্বর বা “সি ভিজিল মোবাইল অ্যাপ”-এ জানাতে পারবেন।তিনি জানান, আদর্শ নির্বাচনী আচরণবিধির দরুন কেউ বৈধ নথিপত্র ছাড়া ৫০ হাজার টাকার বেশি নিয়ে ঘোরাঘুরি করলে তা বাজেয়াপ্ত করা হবে।
জেলা কমিশনার মৃদুল যাদব জানান, প্রার্থীদের মনোনয়ন ফি হিসেবে জমা দিতে হবে ৫ হাজার টাকা। আর একেকজন প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা ৪০ লক্ষ। পুলিশ সুপার নূমল মাহাতো জানান, নির্বাচনকে ঘিরে ধলাইয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে বিহীত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিজোরামের দিক থেকে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয় এর জন্য সে রাজ্যের সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে।
তিনি আরও জানান, পুলিশ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে নির্বাচনকে সামনে রেখে খোলা হবে এক কন্ট্রোল রুমও। অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই অতিরিক্ত জেলা কমিশনার ভানলাল লিমপুইয়া নামপুই ও ধ্রবজ্যোতি হাজরিকা এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন প্রমুখ।