করিমগঞ্জ বাখরশালে মাদ্রাসা সহ দু’টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভস্মীভূত
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : ভয়াবহ অগ্নিকাণ্ডে হাফিজিয়া মাদ্রাসা সহ দু’টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান পুড়ে ছারখার হয়ে যায়। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় করিমগঞ্জের বাখরশাল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারটি দমকল ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাদ্রাসা ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছাই হয়ে যায়। মাদ্রাসার বেশ কয়েকটি কোরান আগুনে ভস্মীভূত হয়।
হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে থাকা দোকানের মধ্যে একটি মুড়ি ফ্যাক্টরি ও অন্যটি কাঠের মেল। ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা হবে বলে জানা যায়। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।