ইটখোলা ও মেহেরপুর ঈদগাহে ঢল
বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক ইটখোলা ঈদগাহে শান্তিপূর্ণ ভাবে ঈদ-উল ফিতর পালিত হল। বৃহস্পতিবার শিলচর ইটখোলা, মেহেরপুর ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহে ইসলাম ধর্মাবলম্বীর পুরুষরা জমায়েতের সঙ্গে ঈদের দু’রাকাত নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায়ের জনসমুদ্রে পরিণত হয় ময়দান। ইটখোলা ঈদগাহে প্রায় দশ হাজার মুসলিম পুরুষের উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ইটখোলা ঈদগাহে ঈদের নামাজ পড়ান শিলচর বড় মসজিদের ইমাম মওলান সাব্বির আহমেদ লস্কর। নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন ইমাম। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এরপর বক্তব্য রাখেন ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর ও শরিফুজ জামান লস্কর। সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্বশান্তি কামনা করেন।
এ দিকে, শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজে ঢল নামল মুসল্লীদের। মেহেরপুর ঈদগাহে ঈদ-উল ফিতরের নামাজ হাজার হাজার মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়ান মওলানা আব্দুল ওয়াহিদ। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন মওলানা আব্দুল ওয়াহিদ পরে বিশ্ব শান্তির জন্য দোয়া হয়।
প্রতি বছরই মেহেরপুর ঈদগাহকে কেন্দ্র করে কাঁঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধূলার সরঞ্জাম সহ খাওয়া দাওয়ার অস্থায়ী দোকান বসে। এই দোকান গুলিতে অনেক লোক সমাগম দেখা যায়। ঈদ উপলক্ষে অসহায়দের সাহায্য সহ পথচারীদের মিষ্টি, পানীয়জল বিতরনও করতে দেখা যায়।