বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাটের টেঙাগুড়ি গ্রামে শনিবার দুপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, লাহরিঘাট থানার অন্তর্গত টেঙাগুড়ি কছারীগাঁওয়ের আব্দুল হেকিমের বাড়িতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডে একটি বাসগৃহের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
আগুনের লেলিহান শিখায় বাসগৃহটির পাশাপাশি লক্ষাধিক নগদ টাকা, সোনা-রূপার গয়না, পরিবারের পান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এনআরসির মতো গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ধান-পাটসহ বিভিন্ন সম্পত্তি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানো গেলেও বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে পড়ে পরিবারটি। তবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।



