কারফিউয়ের মাঝেও সংঘর্ষ, আজই সুপ্রিম কোর্টে শুনানি

২১ জুলাই : বাংলাদেশে কারফিউয়ের মাঝেও সংঘর্ষ। আরও বাড়ল হতাহতের সংখ্যা। রবিবার সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি রয়েছে। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৭ আগস্ট। কিন্তু দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে শুনানি হবে আজ। সুপ্রিম কোর্টের শুনানির পর আন্দোলন কোন পথে এগোবে, তার ঘিরেও উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে কারফিউয়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল শেখ হাসিনার সরকার।

শুক্রবার রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয়েছিল বাংলাদেশে। রবিবার বেলা দশটা পর্যন্ত কারফিউ ছিল। সময় বাড়িয়ে দুপুর তিনটে পর্যন্ত কারফিউয়ের ঘোষণা করেছে সরকার। পাশাপাশি রবিবার ও সোমবার গোটা দেশে ছুটি ঘোষণা করেছে সরকার। দুইদিন সরকারি, আধা-সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

শনিবার কারফিউয়ের মাঝেও ঢাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গতকাল ঢাকায় অন্ততপক্ষে দশজনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

রবিবার সকাল দশটা থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি শুরু হওয়ার কথা। কোটা সংস্কার নিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বাতিলের আবেদন করবে শেখ হাসিনার সরকার।

Author

Spread the News