টাকা নিলেও মিলল না ঋণ, ক্ষুব্ধ গ্রাহকদের ঘেরাও কার্যালয়

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ মে : একটার পর একটা ভুয়ো অর্থলগ্নী প্রতিষ্ঠান শিলচরে আসছে। কিছুদিন আগে ইটখোলাশ সুকন্যা জীবননিধি ব্যাঙ্ক লিমিটেড নামে ভুয়ো অর্থলগ্নী প্রতিষ্ঠান সাংবাদ মাধ্যমের নজট পড়ার পর পুলিশ ইটখোলা কার্যালয়টি সিল করে। এ ঘটনার পর ফের আরও একটি এমন প্রতিষ্ঠানের কবলে পড়লেন জনতা।

ঋণ দেওয়ার নামে ২ হাজার টাকা সংগ্রহ করে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসরটিয়াম লিমিটেড। জানুয়ারি মাসে এই টাকা নিলেও আজ অবদি কেউ ঋণ পাননি। বৃহস্পতিবার গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে শিলচর তারাপুরে থাকা কার্যালয় ঘেরাও করেন। পাশাপাশি পুলিশকেও খবর দেন। পুলিশ পৌঁছে এক অধিকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

টাকা নিলেও মিলল না ঋণ, ক্ষুব্ধ গ্রাহকদের ঘেরাও কার্যালয়

এ দিকে, কার্যালয়ের সাইনবোর্ড হিসেবে রয়েছে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসরটিয়াম লিমিটেড। হেড অফিস তিনসুুকিয়া। কিন্তু গ্রাহকদের দেওয়া একনলেজমেন্টে রয়েছে প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলুইশন লিমিটেড।

Author

Spread the News