শিলচরের অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেটারদের প্রতি বঞ্চনা, সরব ইয়াসি

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : অসম অনূর্ধ্ব-১৫ মহিলা রাজ্য দলের প্রতিনিধিত্ব করার জন্য শিলচরের একজনও সম্ভাব্য ক্রিকেটার নেই। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমন ঘোষণায় উদ্বেগ প্রকাশ করল ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। এই ঘোষণা শুধু শিলচর নয়, বরাক উপত্যকার মহিলা ক্রিকেটারদের উৎসাহ ও উদ্দীপনাকে নষ্ট করবে বলে মনে করেন ইয়াসি কর্মকর্তারা। এ বিষয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শিলচরের প্রতি ন্যায়বিচার করার অনুরোধ জানিয়েছেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকরা প্রণয় নাগ (সংগঠন) এবং আহাদ লস্কর (প্রশাসন)।

তাঁরা বলেন, যে দলটি সম্প্রতি আসামে অনূর্ধ্ব-১৫ মহিলা আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে। অথচ সেই দল থেকে রাজ্যস্তরে সম্ভাবনা নেই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনে ঘোষণা হতাশাজনক। আন্তঃ-রাজ্য অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে, তাই তাঁরা মন্ত্রীকে এই ধরনের গুরুতর বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবকেও অগ্রাধিকারের সঙ্গে নেওয়ার অনুরোধ জানান। অন্যথায় এই ধরনের বঞ্চনা অসমের ক্রীড়া ইতিহাসকে কলঙ্কিত হবে। 

ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, তিনি এখনও বিশ্বাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে শিলচর মহিলাদের প্রতি ন্যায়বিচার করবে। তিনি এও বলেন, শিলচর অনূর্ধ্ব-১৫ দল থেকে রাজ্য দলে অন্তর্ভুক্ত হওয়া চ্যাম্পিয়ন দল হিসেবে তাদের অধিকার।

Author

Spread the News