তলিয়ে যাচ্ছে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ জুন : ভাঙনের কবলে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক। জন দুর্ভোগ চরমে। বন্যা পরবর্তী সময়ে ছড়ার ভাঙনের কবলে পড়ল পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের অধীন ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়কের একাংশ। সলগই বাজারের জাতীয় সড়কের সেতু সংলগ্ন এই পথটির পাশ দিয়ে বহে চলছে হাতাইছড়া। বর্তমানে ছড়ার জল কমছে, পাশাপাশি ভারি বৃষ্টিপাতের ফলে এই সড়কের প্রায় তিন’শ মিটার এলাকায় ভাঙনের কবলে পড়ে সড়কের অর্ধেক ভাগ খসে যাচ্ছে ছড়ায়। এতে চরম সমস্যায় পড়েছেন গ্রামের প্রায় এক হাজার জনগণ সহ পড়ুয়ারা।
প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হালকা যানবাহন সহ জনগণকেও। যে কোন সময়ে পুরো সড়কটি ছড়ায় খসে যাবার সম্ভাবনা রয়েছে। এতে আকাশে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। কিছুদিন আগে সড়কের মধ্যভাগে থাকা কালভার্টের পাশে প্রায় দশ মিটার সড়ক বন্যার জলে ভাসিয়ে নেয়। তখন স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় ভাঙা বাঁধটি মেরামত করলেও বর্তমান ছড়া ভাঙনের ঘটনায় এলাকার জনগণ চিন্তিত হয়ে পড়েছেন। ভাঙনের কবল থেকে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়কটি রক্ষ করতে জেলা শাষক ও সার্কল অফিসার সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করছেন।