বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শ্রীভূমি জেলায় মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও করে জলমিত্ররা। আসন্ন বিধানসভা অধিবেশনে জলমিত্রদের পক্ষে বিধায়করা প্রশ্ন না তুললে ২৬ এর বিধানসভা নির্বাচনে এর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে তারা। ইউনিয়নটি দেশ থেকে সমস্ত অবৈধ অভিবাসীদের অপসারণের নির্দেশও জারি করেছে।

বিক্ষোভকারীরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার জলমিত্ররা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন। পাথারকান্দির শতাধিক জলমিত্র একত্রিত হয়ে তাঁদের দাবিগুলো বিধানসভায় উত্থাপন করার জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করেন। একইভাবে সমগ্র রাজ্যে ১২৬টি বিধানসভা কেন্দ্রের বিধায়কের হাতে একযোগে সকাল থেকে তারা এভাবে স্মারকপত্র প্রদান করছেন। তাঁদের সমস্যাগুলি বিধানসভায় উত্থাপনের দাবিও জানান। শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আন্দোলনকারীদের মিষ্টিমুখ করান।


